Slider

Theme images by kelvinjay. Powered by Blogger.

ভিডিও

রাজ্য

দেশ

খেলা

বিনোদন

আন্তর্জাতিক

ফটো গ্যালারি

» » » ক্ষুদে ফুটবল প্রতিভার সন্ধানে রিলায়েন্স ফাউন্ডেশন ইয়়ংচ‍্যাম্প

নিজস্ব প্রতিনিধি  -গ্রাম বাংলার ক্ষুদে ফুটবল প্রতিভার  সন্ধানে
রিলায়েন্স ফাউন্ডেশন ইয়়ংচ‍্যাম্প বৃহস্পতিবার তারকেশ্বর উচ্চ বিদ্যালয় মাঠে প্রথম পর্যায়ের বাছাইপর্ব অনুষ্ঠিত হলো। ভারতবর্ষের প্রতিটি গ্রাম থেকে অনূর্ধ্ব ১২ বছর বয়সী প্রতিভাবান ফুটবলার বাছাইয় করছে  রিলায়েন্স। হুগলি জেলার বাছাই পর্ব অনুষ্ঠিত হলো তারকেশ্বর উচ্চ বিদ্যালয় মাঠে বুলবুল কোচিং সেন্টার সরোজ কোলের  ব্যবস্থাপনায়। আরামবাগ খানাকুল শ্রীরামপুর ,কোন্নগর, নালিকুল সহ জেলার বিভিন্ন জায়গা থেকে অনুর্ধ ১২ বছর বয়সী খুদে ফুটবলাররা অংশ নেয় এই বাছাইপর্বে। প্রথম পর্যায়ে  বাছাইয়ে সুযোগ পেলে কলকাতার বিধাননগরে বাংলার চূড়ান্ত পর্যায়ের বাছাইপর্ব শেষ হবে। সেখান থেকে মুম্বাইতে সারা ভারতবর্ষ  থেকে বাছাই করা ফুটবলারদের নিয়ে  চূড়ান্ত পর্যায়ের বাছাই পর্ব অনুষ্ঠিত হবে। চূড়ান্ত পর্যায়ের বাছায়ে সুযোগ পেলে রিলায়েন্স কোম্পানি নিজস্ব দায়িত্বে উন্নত মানের ফুটবল প্রশিক্ষণ, ইংরেজি মাধ্যমে শিক্ষার ব্যবস্থা থাকা-খাওয়ার  ব্যবস্থা করবে। সারা ভারতবর্ষের মধ্যে চূড়ান্ত পর্যায়ের বাছায়ে ১৬-১৭ জন এই সুযোগ পাওয়ার সম্ভাবনা রয়েছে।রিলায়েন্স ফাউন্ডেশন ইয়়ংচ‍্যাম্প  এর বাছাইপর্বের দায়িত্বে থাকা সাবির আলি মন্ডল বলেন "আগে এক কলকাতায় বাছাইপর্ব হতো সে ক্ষেত্রে গ্রামের  ক্ষুদে ফুটবলারদের কলকাতায় যেতে হতো। বর্তমানে আমরা গ্রামে গিয়ে  বাছাইপর্ব করছি। অনূর্ধ্ব ১২ বছর বয়সী প্রতিভাবান ফুটবলার এখান থেকে রিলায়েন্স ফাউন্ডেশনে সুযোগ পাবে। চূড়ান্ত পর্যায়ের বাছাইয়ে সফল হলে সেখানে রিলায়েন্সের নিজস্ব আবাসনে থেকে সমস্ত সুযোগ-সুবিধা পাবে প্রতিভাবান এই খুদে ফুটবলাররা।"এদিনের বাছাইপর্বে আরামবাগ থেকে আসা অঙ্কন মুখার্জি সুযোগ পাওয়ার পর  জানায়"এই ধরনের বাছাইপর্ব এই প্রথম ।আগে কলকাতায় গিয়ে চেষ্টা করেছি হয়নি। আমাদের কাছাকাছি এই ধরনের বাছাইপর্ব হওয়ায় আমরা খুবই খুশি।

«
Next
Newer Post
»
Previous
Older Post