নিজস্ব প্ৰতিনিধি, কলকাতা, ১৩ মার্চ: বিচারপতি নিয়োগ নিয়ে কেন্দ্রীয় আইনমন্ত্রকের ডাকে আগামী ১৬ মার্চ দিল্লি যাচ্ছেন কলকাতা হাইকোর্টের আইনজীবী সংগঠনের তিন সদস্যের একটি কমিটি। ১৭ মার্চ আইনমন্ত্রকের সঙ্গে বৈঠকে বসবেন আইনজীবীরা। তবে দাবি না মিটলে কর্মবিরতিতেই থাকছেন তাঁরা।
আইনজীবী সূত্রে জানা গিয়েছে, কলকাতা হাইকোর্টের তৃতীয় পর্যায়ের কর্মবিরতির সপ্তম দিনের মাথায় কেন্দ্রীয় আইনমন্ত্রক থেকে হাইকোর্টের আইনজীবী সংগঠনের সঙ্গে আলোচনায় বসার ডাক এসেছে সেই ডাকে সাড়া দিয়েই দিল্লি যাচ্ছেন কলকাতা হাইকোর্টের আইনজীবী সংগঠনগুলোর তিন প্রতিনিধি। যেখানে বার এসোসিয়েশনের, বার লাইব্রেরি ও ইন কর্পোরেট ল সোসাইটির তরফ থেকে উত্তম মজুমদার, জয়ন্ত মিত্র ও পরিতোষ সিনহা থাকবেন বলে জানা গিয়েছে।
উল্লেখ্য, বিচারপতি নিয়োগ সহ একাধিক দাবি প্রায় এক মাস অচলাবস্থা অব্যাহত কলকাতা হাইকোর্টে। এর আগে হাইকোর্টের কর্মবিরতির পাঁচ দিনের শেষ দিনে কেন্দ্রীয় আইনমন্ত্রক থেকে আইনজীবী প্রতিনিধিদের নাম চেয়ে পাঠালেও তার পর আর আইনমন্ত্রকের কোনও সাড়া না পেয়ে ফের কর্মবিরতির সামিল হয় হাইকোর্টের আইনজীবী সংগঠনগুলি। এদিন বার এসোসিয়েশনের সভাপতি উত্তম মজুমদারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, পর্যাপ্ত বিচারপতি না আসলে কাজ শুরু করা অসম্ভব। যেখানে হাইকোর্টে ৭২ জন বিচারপতি থাকার কথা সেখানে নয়া নিযুক্ত হওয়া বিচারপতি ধরে ৩১ জন বিচারপতি রয়েছেন। তাদের মধ্যে আবার ২ জন আন্দামানে নিযুক্ত থাকেন। অর্থাৎ ২৯ জন কর্মরত বিচারপতি রয়েছেন। তাই অবিলম্বে বিচারপতি নিয়োগ করা না হলে আমরা আমাদের অবস্থানে অনড় থাকব।' তবে আগামী ১৭ তারিখ আলোচনার বিষয়ে তিনি বিচারপতি নিয়োগ নিয়ে অনেকটাই আশাবাদী। জানান, 'নিশ্চই কিছু সুরাহা হবে।'