Slider

Theme images by kelvinjay. Powered by Blogger.

ভিডিও

রাজ্য

দেশ

খেলা

বিনোদন

আন্তর্জাতিক

ফটো গ্যালারি

» » » প্রেমিকার আত্মঘাতী হওয়ার খবর পেয়ে প্রেমিকের আত্মহত্যাপ্রদীপ সাঁতরা , হুগলি- প্রেমিকার আত্মঘাতী হওয়ার খবর  পেয়ে প্রেমিকের আত্মহত্যার ঘটনায় চাঞ্চল্য ছড়াল  বৃহস্পতিবার সকালে  সিঙ্গুর ও ভদ্রেশ্বর থানা এলাকায়।  গলায় মাফলারের ফাঁস দিয়ে আত্মঘাতী হলেন যুবক। প্রেমিকার বাড়ি ভদ্রেশ্বর থানা এলাকায় এবং প্রেমিকের বাড়ি   সিঙ্গুর থানা এলাকার। আকস্মিক এই ঘটনায় গভীর শোকের ছায়া নেমে আসে দুই জায়গাতেই। স্থানীয় সূত্রে জানা যায় বছর তিনেক আগে ভদ্রেশ্বরের বেজরার  বাসিন্দা  সুস্মিতা ঘোষের(২২) সাথে প্রেম হয় সিঙ্গুর  নপাড়ার বাসিন্দা সন্তু গুছাইতের (২৮)। সন্তুর একটি মোবাইল রিচার্জ এর দোকান আছে। সুস্মিতার বাবা সদা নন্দ ঘোষের ও ওই এলাকায় মিষ্টির দোকান। বাবার দোকানে যাতায়াতের সময় প্রেমের সম্পর্ক গড়ে ওঠে সন্তুর সাথে সুস্মিতার। তবে সন্তু যে  বিবাহিত তা জানত না  সুস্মিতা। সন্তুর একটি সন্তানও রয়েছে।সেই ঘটনা জানার পরেই সুস্মিতা মানসিক অবসাদে ভুগছিল বেশ কিছুদিন ধরে । বুধবার রাতে ব্যাজরায় নিজের বাড়িতে গলায় কাপড়ের ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয় সুস্মিতা। এই খবর জানার পরই  বৃহস্পতিবার সকালে  প্রেমিক সন্তু সিঙ্গুরের নপাড়ায় নিজের বাড়িতে  গলায় মাফলারের ফাঁস লাগিয়ে আত্মঘাতী হন ।   দুই থানার পুলিশ দুটো মৃতদেহ ময়নাতদন্তে পাঠিয়েছে।ঘটনার পর দুই এলাকাতেই শোকের ছায়া নেমে আসে।

«
Next
Newer Post
»
Previous
Older Post